ধর্ম বিষয়ক প্রতিমন্ত্রী ড. ফরিদ উল হক ডল্লাল বলেন, ধর্মীয় সহনশীলতা ও সহাবস্থানের মাধ্যমেই ধর্মীয় সম্প্রীতি রক্ষা করতে হবে। সোশ্যাল মিডিয়ায় কোনো উসকানির জবাব দেওয়া যাবে না। দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করে লাভবান হতে চায় বেসরকারি গোষ্ঠী। এ ব্যাপারে আলেম-বিজ্ঞানীসহ সবাইকে সজাগ ও সজাগ থাকতে হবে।
মঙ্গলবার মফিসা বিশ্ববিদ্যালয়ের ডিগেরসার স্কুল ও ইসলামপুরের এতিমখানা প্রাঙ্গণে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় আয়োজিত উপজেলার বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের শিক্ষক, আলেম, প্রবীণ ও ধর্মীয় নেতৃবৃন্দের মধ্যে আন্তঃধর্মীয় সংলাপে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উপজেলা। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) জামালপুরে মো.
প্রতিমন্ত্রী বলেন, ধর্মীয় সম্প্রীতি রক্ষায় ইসলামের সঠিক বাণী মানুষের কাছে পৌঁছে দিতে হবে। ধর্মকে কেউ যেন রাজনীতির হাতিয়ার হিসেবে ব্যবহার করতে না পারে সেজন্য জনসচেতনতা বাড়াতে হবে।
ধর্ম প্রতিমন্ত্রী পবিত্র কোরআন ও হাদিসের উদ্ধৃতি দিয়ে বলেন, ধর্ম-সম্প্রদায় নির্বিশেষে সবার প্রতি দয়া ও উদারতা প্রদর্শনের জন্য ইসলামের বিশেষ নির্দেশ রয়েছে।
প্রতিমন্ত্রী আরও বলেন, নগর সনদের মাধ্যমে আল্লাহর রাসূল (সা.) একটি অসাম্প্রদায়িক সমাজ ও রাষ্ট্র পরিচালনার আদর্শ প্রতিষ্ঠা করেছিলেন।
প্রতিমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর ধর্মনিরপেক্ষতা মানেই ধর্ম সবার এবং রাষ্ট্র সবার। দেশে, সব ধর্মের মানুষ কোনো বাধা বা নিরাপত্তা ছাড়াই তাদের ধর্মীয় আচার-অনুষ্ঠান পালন করতে পারবে, যা মদিনা সনদের প্রতিফলন করে।
ইসলামপুর উপজেলা নির্বাহী অফিসার জাহিদ রহমানের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন, ডিগ্রিচর জামিয়া মফিজায়া মাদরাসার মুহতামিম মুফতি মো. আব্দুল হক, ইসলামপুর থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো. মজিদ রহমান, উপজেলা আওয়ামী লীগের সহ-সাধারণ সম্পাদক মো. আব্দুল সালাম, মাওলানা সাইফ আল ইসলাম, মাওলানা মিশরেফ হুসাইন প্রমুখ।