দুবাই যেতে বয়স কত লাগে

দুবাই যেতে বয়স কত লাগে

আমরা জানি একটা ছেলেকে সাবালক হিসেবে গণ্য করতে গেলে, তার ১৮ বছর পূর্ণ হতে হবে। দেশের আইন কানুন অনুযায়ী। কিন্তু ১৮ বছর বয়স হয়ে গেলেও কিছু দেশের নিয়ম অনুযায়ী গ্ৰহণযোগ্য নয়। আবার কিছু দেশের জন্য গ্ৰহণযোগ্য। বিদেশের সরকার অনেক কিছু চিন্তা ভাবনা করে এবং আন্তর্জাতিক সমন্বয় রেখে, কাজের ক্ষেত্রে বয়স ঠিক করে। পরিপূর্ণ হিসেবে নিজেকে সব ক্ষেত্রে মানিয়ে নিতে অনেক সময় বয়সটা গুরুত্বপূর্ণ হয়ে উঠে। কারন বয়সের সাথে সাথেই মেধা বাড়তে থাকে। আমরা আগে আলোচনা করে ছিলাম, ভাষা জানলে বিদেশে কর্মক্ষেত্রে অর্ধেক সফলতা আসে। 


আমরা এখান থেকে জানবো ২১ বছর বয়সটি কোন কোন দেশের জন্য

আসলে নূন্যতম এই বয়সটি নির্ধারন করা হয়েছে, মধ্যপ্রাচ্যের আরব দেশ, সালতানাতে ওমান এর জন্য। কোন ব্যাক্তি বাংলাদেশ সহ অন্যান্য দেশ থেকে যদি ওমানে কাজের ভিসায় যেতে চাই তাহলে তার নূন্যতম বয়স ২১ বছর  হতে হবে। অর্থাৎ ২১ বছর এর নিচে তার ভিসা ইস্যু হবে না। পাসপোর্টে অবশ্যই ২১ বছর বয়স হতে হবে।


কত বছর বয়স পর্যন্ত কাজ করতে পারবে


ওমানের আইন কানুন অনুযায়ী, ৬০ বছর বয়সী একজন ব্যক্তি আর ভিসা লাগাতে পারবে না। তার আগ পর্যন্ত সে ওমানে ভিসা লাগাতে পারবে এবং ওমানে থাকতে পারবেন। ৬০ বছর বয়স হওয়ার পর আর ভিসা ইস্যু হবে না।  


আরব আমিরাতে কত বছর লাগবে? আমরা সচরাচর দুবাই হিসেবে জানি। মূলত দুবাই নামটি একটা সিটির নাম। পুরো দেশের নাম হলো, ইউনাইটেড আরব আমিরাত। এখানে কাজের ভিসায় আসতে হলে, নূন্যতম ১৮ বছর বয়স হতে হবে। সর্বোচ্চ বয়স এর ক্ষেত্রে সিমা নেই তবে ৬৫ বছর বয়সীদের ক্ষেত্রে, কোম্পানিদের বেশি ফি দিতে হবে।



দুবাইতে কত বয়সে কাজ করতে পারেন

 


সংযুক্ত আরব আমিরাত এর শ্রম আইন 15 বছর এর কম বয়সী কাউকে আমিরা তে কাজ করার অনুমতি দেয় না। যাইহোক, দুবাই এর বাসিন্দারা যাদের বয়স 15 থেকে 18 বছর এর মধ্যে তারা ইন্টার্ন শিপ এবং অন্যান্য চাকরি র জন্য আবেদন করতে পারেন, শর্ত থাকে যে কাজ এর শর্ত এবং কাজ এর সময় 18 বছর এর কম কর্মচারী দের জন্য U A E শ্রম আইন দ্বারা নির্ধারিত নিয়ম অনুসারে।


দুবাই যাওয়ার ইচ্ছা? বাংলাদেশ থেকে দুবাই ভিসা পেতে হলে কি করতে হবে, কত টাকা খরচ, কোথায় আবেদন করবেন, কি কি লাগবে সব বিষয়ে জানুন এই আর্টিকেল থেকে।


দুবাই সংযুক্ত আরব আমিরাত এর একটি বিশাল শহর এবং আমিরাত যা বিলাসবহুল কেনাকাটা, অতি আধুনিক স্থাপত্য এবং একটি প্রাণবন্ত নাইট লাইফ দৃশ্যের জন্য ব্যাপক পরিচিত। প্রতি বছরই দুবাইয়ে বাংলাদেশ থেকে অনেক অনেক নাগরিক রা বিভিন্ন কাজের উদ্দেশ্যে এবং অন্যান্য উদ্দেশ্য নিয়ে ভ্রমন করে থাকেন। 


 দুবাইয়ে আরও আছে বিশ্ব বিখ্যাত বুর্জ খলিফা যার উচ্চতা প্রায় ৮৩০ মিটার এবং এটি আকাশচুম্বী স্কাইলাইন এ আধিপত্য বিস্তার করে। এর পাদ দেশে দুবাই ফাউন্টেন রয়েছে, যেখানে জেট এবং আলো সঙ্গীত এর কোরিওগ্রাফি করা হয়েছে। কৃত্রিম দ্বীপ এর ঠিক উপকূলে রয়েছে আটলান্টিস, দ্য পাম, জল এবং সামুদ্রিক প্রাণী দের পার্ক সহ একটি রিসোর্ট। 

কোন দেশে যেতে কত বছর লাগে

কোন দেশে যেতে কত বছর লাগে ২০২২

ওমান যেতে বয়স কত লাগে

দুবাই যেতে কত বছর বয়স লাগে ২০২২

দুবাই ভিসা দাম কত

দুবাই যেতে কত টাকা লাগে

সৌদি যেতে কত বয়স লাগে

বাংলাদেশ থেকে দুবাই যেতে কত সময় লাগে

 

এ সকল দর্শনীয় স্থান ভ্রমণ করার জন্য অনেক টুরিস্ট রা বাংলাদেশ থেকে দুবাই গিয়ে থাকেন। তবে যে কারনেই দুবাই যান না কেনো সবার প্রথমে আপনার প্রয়োজন হবে দুবাই এর লিগেল ভিসা। আপনাদের মধ্যে যারা দুবাই এ যাওয়ার প্লান করছেন  তাদের অবশ্যই দুবাই ভিসার প্রসেসিং এর প্রথম ধাপেই দুবাই ভিসার ধরন সমুহ, দুবাই এর ভিসা তৈরীর খরচ, ভিসার মেয়াদ কতো কাল থাকবে, দুবাই ভিসার আবেদন করার নিয়ম সমুহ ইত্যাদি এমন আরও বিভিন্ন খুটিনাটি বিষয় জেনে নেওয়া উচিত৷


 

আমাদের আজকের দুবাই ভিসা সংক্রান্ত আর্টিকেল টি তাদের জন্যই যারা বাংলাদেশ থেকে দুবাই ভ্রমন এ যেতে চাচ্ছেন। তবে কোনো প্রকার ভিসা সংক্রান্ত জটিলতায় না পড়ে সহজভাবে সকল কাজ সম্পন্ন করে ফেলতে চাচ্ছেন। আজকের এই আর্টিকেল টি সম্পুর্ন পড়ার মাধ্যমেই আপনি জেনে যেতে পারবেন দুবাই ভিসা সংক্রান্ত সকল প্রকার প্র‍য়োজনীয় তথ্য সমূহ। তাহলে চলুন জেনে নেওয়া যাক



সৌদিয়ার ক্ষেত্রে কত লাগবে


সৌদিয়ায় কাজের ভিসায় যেতে চাইলে, ২১ বছর নূন্যতম হতে হবে। আর ৬০ বছর বয়স হয়ে গেলে তার অবশ্যই অবসর গ্রহণ করতে হবে।



কুয়েতের ক্ষেত্রে বয়স কত লাগবে 


এখানেও ২১ বছর নূন্যতম বয়স হতে হবে। আর ৬০ বছর বয়স নির্ধারণ থাকলেও অফিসিয়াল হিসেবে নেই। তবে ৬৫ বছরেও ভিসা নবায়ন হয়েছে তবে অনেক কঠিন সেটা। তার মানে, ৬০ বছর বয়স সেটাই সর্বশেষ সিমা।



কাতার এর ক্ষেত্রে


কাতারে যাবার ক্ষেত্রে নূন্যতম বয়স হতে হবে ২১ বছর।চাকরি সমাপ্তি বয়স হচ্ছে ৫৫ বছর।


বাহরাইন এর ক্ষেত্রে


বাহরাইনে ভিসা ইস্যুর ক্ষেত্রে বয়স হতে হবে নূন্যতম, ২০ বছর। অব্যহতি হবে, ৫৫ বছর বয়সে।


মধ্যেপ্রাচ্যর নিজ নিজ দেশের নিয়ম অনুযায়ী বয়স সীমা পরিবর্তন করার ক্ষমতা রাখে।


আশাকরি যারা নতুন এবং পুরাতন তাদের ক্ষেত্রে পোস্টটি সবার জন্য সহায়ক হবে। আরো প্রয়োজনীয় বিষয়গুলো পেতে, সাথেই থাকুন।


কোন দেশে যেতে কত টাকা লাগে

বাংলাদেশের জন্য কোন কোন দেশের ভিসা খোলা আছে ২০২২

রোমানিয়া ওয়ার্ক পারমিট ভিসা ২০২২

রোমানিয়া ওয়ার্ক পারমিট চেক

Post a Comment (0)
Previous Post Next Post