লাইলাতুল কদরের ফজিলত
পবিত্র রমযানের শেষ দশ দিনে লাইলাতুল কদর শুরু হয় লাইলাতুল কদর গণনা শুরু হয়ে যায় লাইলাতুল কদর এর অর্থ অতিশয় সম্মানিত ও মহিমা পবিত্র রজনী আরবি ভাষায় লাইলাতুল অর্থ হলো রাত্রি বা রজনী | এবং কদর শব্দের অর্থ সম্মান বা মর্যাদা |
এছাড়া এর অর্থ হচ্ছে ভাগ্য পরিমাণ নির্ধারণ করা ইসলাম ধর্ম অনুসারে এড়াতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সম্মান বৃদ্ধি করা হয় | এবং মানব জাতির ভাগ্য নির্ধারণ করা হয় তাই প্রতিটি মুসলমানের কাছে এই রাত অত্যন্ত তাৎপর্যপূর্ণ মহাসম্মানিত হিসেবে |
পবিত্র কোরআন শরীফে বর্ণনা অনুসারে আল্লাহ অন্য মর্যাদা দিয়েছেন এবং এই একটি রাত হাজার মাসের চেয়েও অধিক সওয়াব অর্জন হওয়ার প্রতিশ্রুতি দিয়ে দেওয়া হয়েছে |
প্রতিবছর মাহে রমজানের এই মহিমান্বিত রাত লাইলাতুল কদর মুসলিমদের জন্য সৌভাগ্য বয়ে আনে | লাইলাতুল কদরের আল্লাহ তাআলা এ রাতকে সকল রাতের চেয়েও শ্রেষ্ঠত্ব মর্যাদা দিয়েছে |
পবিত্র কোরআনে রাতকে প্রশংসার সাথে উল্লেখ করেছেন আল্লাহ নিজেই তিনি তাঁর কালাম সম্পর্কে বলতে গিয়ে এরশাদ করেন নিশ্চয়ই আমি এটি নাযিল করেছি বরকতময় রাতে | নিশ্চয়ই আমি সতর্ককারী সেরাতে প্রত্যেক প্রজ্ঞাপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত অনুমোদিত হয় |
আমার নির্দেশে নিশ্চয়ই আমি রাসুল তোমার রবের কাছে থেকে রহমত হিসেবে নিশ্চয় তিনি সর্বশ্রোতা সর্বজ্ঞানী আসমানসমূহ ও এর মধ্যবর্তী সবকিছুর যদি তোমরা বিশ্বাসী তিনি ছাড়া কোন ইলাহ নেই তিনি জীবন দান করেন এবং তিনি মৃত্যু দেন তিনি তোমাদের এবং তোমাদের পিতৃ পুরুষদের রব [সূরা দুখান 3 থেকে 8]
বরকতময় রজনী হলো লাইলাতুল কদর আল্লাহ বরকত ময় বলে অভিহিত করেছেন কারণ এড়াতে রয়েছে যেমন তেমনি কল্যাণ ও তাৎপর্য বরকত | এর প্রধান কারণ হলো এ রাতে আল কোরআন নাজিল হয়েছে |
এ রাতে প্রত্যেক গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত থেকে ফেরেশতাদের হাতে অর্পণ করা হয়েছে বাস্তবায়নের জন্য এ রাতের অপর একটি বৈশিষ্ট্য হলো আল্লাহ তা'আলা সম্পর্কে একটি পূর্ণ সূরা অবতীর্ণ করেছেন যা কেয়ামত পর্যন্ত পার্টিতো হতে থাকবে |
আল্লাহ তাআলা এরশাদ করেন নিশ্চয়ই আমি এটি নাযিল করেছি লাইলাতুল কদরে তোমাকে কিসে জানাবে লাইলাতুল কদর কি লাইলাতুল কদর হাজার মাস অপেক্ষা উত্তম সেরাতে ফেরেশতারা ও জিব্রাইল তাদের রবের অনুমতিক্রমে সকল সিদ্ধান্ত নিয়ে অবতরণ করে শান্তিময় সেরাত ফজরের সূচনা পর্যন্ত [সূরা কদর 1 থেকে 15]
পবিত্র কোরআন শরীফে বলা হয়নি লাইলাতুল কদর কোন রাতে তবে পবিত্র কোরআন শরীফের ভাষা হল লাইলাতুল কদর রমজান মাসের কেয়ামত পর্যন্ত রমজান মাস লাইলাতুল কদর অব্যাহত থাকবে |
এবং এই রজনী রমজান মাসের শেষ দশ দিনের মধ্যে হবে বলে সহি হাদিসে এসেছে |
হাদিসে আছে রমজানের শেষ 10 দিনের তোমরা কদরের রাত তালাশ করো [ বুখারী 2020 মুসলিম 1169 ]