সৌদি আরব যেতে কি কি লাগে || সৌদি ভিসা প্রসেসিং || সৌদি আরবের কোম্পানি নাম

  সৌদি আরব যেতে কি কি লাগে


আসসালামুআলাইকুম বন্ধুরা আজকে আপনাদের সাথে আলোচনা করব সৌদি আরব যেতে কি কি লাগে |

যেসব শর্ত সৌদি আরবে যাওয়ার অনুমতি পাওয়া যাবে নির্দিষ্ট কয়েকটি শর্ত সাপেক্ষে ২৫ দেশের নাগরিকদের সৌদি আরবের প্রবেশের অনুমতি দেওয়া হবে বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ |

সৌদি আরবে যেতে চাওয়ার সব যাত্রীকে বিমান যাত্রার আগে সাতদিনের জন্য হোমকরেন্টাইন এ যেতে হবে চিকিৎসক এবং স্বাস্থ্য কর্মীদের জন্য এই করেন্ট আইনের মেয়াদ 3 দিন কোয়ারেন্টাইন শেষে চিকিৎসকের করোনাভাইরাস নেগেটিভ সার্টিফিকেট লাগবে |

এছাড়া বিমানের ভ্রমণের আগে সৌদি স্বাস্থ্যকর কর্তৃপক্ষের নির্ধারিত নির্দেশ একটি ফরম পূরণ করতে হবে |

 যাত্রীদের সৌদি আরবে বিমানবন্দরে নেমে বিমানবন্দরের স্বাস্থ্য কেন্দ্রে জমা দিতে হবে ফরম টি প্রত্যেক যাত্রী কে Tatman এবং Tawakkalna নামক দুটি অ্যাপ ডাউনলোড করে নিজেদের রেজিস্ট্রেশন করার আহ্বান জানানো হয়েছে |

এছাড়া সৌদি আরবের নাম্বার ৮ ঘন্টার মধ্যে  Tatman অ্যাপটিতে নিজের বাসস্থানের ঠিকানা নিবন্ধনের নির্দেশ নির্দেশনা দেওয়া হয়েছে |

পাশাপাশি করোনাভাইরাস এর উপসর্গ দেখা যাচ্ছে কিনা তা লক্ষ্য রাখা করোনাভাইরাস এর উপসর্গ দেখা গেলে স্বাস্থ্য কেন্দ্রে যাওয়ার বা ৯৩৭নাম্বারে ফোন করা এবং নিয়মিত ভিত্তিতে Tatman  অ্যাপটির মাধ্যমে স্বাস্থ্য পরীক্ষা করার শর্ত দেওয়া হয়েছে |

বিমান ভ্রমণের আগে সেলফ কোয়ারেন্টাইন করার সময় ফর্মে উল্লিখিত নির্দেশনা অনুযায়ী সতর্কতামূলক পদক্ষেপ এর  আহ্বান জানানো হয়েছে |


সৌদি ভিসা প্রসেসিং

সৌদি ভিসা প্রসেসিং আপনি যদি সৌদি আরব সঠিকভাবে যেতে চান আপনার ভিসা প্রসেসিং এর কাজ কিভাবে হয় বা কত দিন সময় লাগে এরকম প্রশ্ন মনে জাগতেই পারে |

সৌদি আরবের বিভিন্ন ধরনের ভিসা হয়ে থাকে যেমন গৃহকর্মীদের জন্য বাসা বাড়ির জন্য ভিসা ড্রাইভিং ভিসা কম্পানি ভিসা ওমরা ভিসা হজের ভিসার ইত্যাদি বিষয় হতে পারে |

সৌদি ভিসা এবং প্রসেসিং সংক্রমণ তথ্য

সৌদি আরবে ভিসা দুইজনের হয়ে থাকে প্রথমটি হলো কোম্পানি ভিসা দ্বিতীয়টি হলো বাসাবাড়ি ভিসা |


বাড়ির কাজের বা আমেল মঞ্জিল ভিসা

বাড়ির কাজের বা আমেল মঞ্জিল ভিসা সাধারণ আমেল মঞ্জিল বাবার বাসা বাড়ির কাজের ভিসা মালিক সি দিয়ে থাকে কিন্তু যারা সরাসরি যাত্রী তারা এই শীতে ভিসা পাওয়ার সুযোগ থেকে সবসময় বঞ্চিত হন বিশেষ করে যারা পুরুষ যাত্রী হয়ে থাকেন তবে যারা মহিলা যাত্রী তারা এই সুবিধাটি ভোগ করতে পারে |

আমেল মঞ্জিল ভিসা প্রসেসিং

আমেল মঞ্জিল ভিসা প্রসেসিং করাটা মাঝে মাঝে খুব ঝামেলার হয়ে পড়ে ভিসা বের হবার পর ওকালা করতে হয় নির্দিষ্ট অফিসে এবং এরপর পত্রটি পাঠাতে হয় বাংলাদেশের অফিসে |

এরপর বাংলাদেশের ওই অফিস থেকে যাত্রী সব ধরনের প্রসেসিং এর কাজ সম্পন্ন করতে হয় প্রথমে যাত্রীকে মেডিকেল থেকে পরীক্ষা করতে হয় এরপর যাত্রী মেডিকেল পরীক্ষার উত্তীর্ণ হলে একটি ফিট কার্ড দেয় |

পাসপোর্ট ভিসা লাগানোর আগে ওই ভিসার আবার যাত্রীকে মুসান্নাফ করতে হয় এবং পুলিশ ক্লিয়ারেন্স সংগ্রহ করতে হয়  |

এরপর এম্বাসী থেকে নির্দিষ্ট পরিমাণ ফি জমা দিয়ে পাসপোর্টে ভিসা লাগাতে হয় পাসপোর্টে ভিসা লাগানোর পর যাত্রীর ফিঙ্গারপ্রিন্ট দিতে হয় এবং ট্রেনিং নিতে হয় |

তারপর যাত্রীকে ম্যানপাওয়ার অফিস থেকে পাসপোর্ট বহির্গমন কার্ড নিয়ে নিতে হয় এরপর যাত্রীকে বিমানের টিকিট কাটার মাধ্যমে যাবতীয় কাজ সম্পন্ন করতে হয় |

কম্পানি কাজের ভিসা বা আমেল ভিসা

কোম্পানির কাজের ভিসা সাধারণত মালিকরা ফ্রি দেয় না আবার বিভিন্ন সময়ে মালিক ইচ্ছে করলে যাত্রীদের কাছ থেকে ভিসা ফি নেয় না কিন্তু এখানেও যাত্রীরা এই সুবিধাটি নিতে পারেনা কোম্পানির কাজের বিশেষ সাধারনত পুরুষরাই যায় |

আমেল ভিসা প্রসেসিং

আমেল কাজের ভিসা প্রসেসিং অনেকটাই আমেল মঞ্জিল ভিসা এর মতই তবে কিছুটা পার্থক্য রয়েছে কোম্পানির কাজের ভিসা যেকোনো অফিস থেকে ওকালা করা যায় এবং ভিসা লাগানোর আগে মুসান্নাদ করতে হয় না এছাড়া সমস্ত প্রসেসিং এর কাজ বাসা বাড়ির কাজের মত |

সৌদি আরবের কোম্পানি নাম

আমরা যারা প্রবাসে যেতে চাই সৌদি আরবে কাজের জন্য যেতে চাই তারা প্রথমে জানতে চাই সৌদি আরবে আসলে কোন কোন কোম্পানি রয়েছে সৌদি আরবে বিখ্যাত কয়েকটি কোম্পানির নামের তালিকা নিচে তুলে ধরা হলো |

সৌদি আরবে যাওয়ার পূর্বে আপনাকে যে কোম্পানি যে এজেন্টের মাধ্যমে যাবেন তারা আপনাকে একটি কোম্পানির নাম বলতে বলবে অতএব সে কোম্পানি সম্পর্কে আপনার যদি উরবো ধারণা কিংবা জ্ঞান থাকে তাহলে আপনার বিষয়টি পরিষ্কার হয়ে যাবে |

সৌদি আলমারাই কোম্পানি

প্রবাসীদের চাকরির জন্য সৌদি আরবের অন্যতম একটি বৃহত্তর কোম্পানি হলো আলমারাই কোম্পানি  কোম্পানিতে পৃথিবীর বিভিন্ন দেশের লোকজন চাকরি করে থাকে  | কোম্পানির বেতন হয় 1000 রিয়াল বাসস্থান আকামা এগুলো সব কোম্পানি দিয়ে থাকে |

এর বাহিরেও কোম্পানির প্রতিদিন ওভারটাইম সেলারি রয়েছে দু'বছর পর পর দুই মাসের ছুটি বেসিক বেতন ও রিটার্ন টিকেট ডিউটি ৮ঘন্টা সপ্তাহে ছয়দিন বেতনের সাথে রয়েছে প্রতিদিন নির্দিষ্ট ২ ঘন্টা ওভারটাইম সকল সুযোগ সুবিধা কন্টাক্ট ফরমে লেখা থাকবে যা প্রত্যেক জাতির নিকট সংরক্ষিত থাকবে |

সৌদি বেসিক ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন -আব্দুল্লাহ গ্রুপ অফ কোম্পানি- অ্যাডভান্স ইলেকট্রনিক কোম্পানি লিমিটেড -সৌদি বিনলাদিন গ্রপ হোল্ডিং -আহমেদ হামদার্দ আলগোসাইবি ব্রাদার্স -আল বাইক -আলবিলাদ ব্যাংক -আলফা গ্রুপ -আল মদিনা -আল রিয়াদ -আল গ্রুপ -আল আজাদ আলী আজম -আল মিলাদ -আলবান হোল্ডিং -অল ব্যাংক -আলিনমা ব্যাংক -আলমারাই -আল মুহিত -আল রাজি ব্যাংক- আরব ন্যাশনাল ব্যাংক -ব্যাংক বাহারি


Post a Comment (0)
Previous Post Next Post