যাকাত ক্যালকুলেটর আর যাকাত হিসাব করার নিয়ম
আসসালামুআলাইকুম প্রিয় পাঠক আজকে আপনাদের সাথে আলোচনা করব যাকাত সম্পর্কে যাকাতের ক্যালকুলেটর যাকাত হিসাব করার নিয়ম এইসব সম্পর্কে আজকে আপনাদের সাথে আলোচনা করব যাকাত হলো আমাদের ইসলাম ধর্মের একটা ফরজ কাজ তাই আমরা আল্লাহ তায়ালার রাজি খুশির জন্য অবশ্যই যাকাত আদায় করব।
আমরা অনেকেই জানিনা জেন কত পরিমান স্বর্ণ অথবা রুপো অথবা তামা ইত্যাদি মালামাল থাকলে যাকাত দেওয়া ফরজ হয়।
তাই আপনাদের সাথে যাকাত হিসাব করার নিয়ম সাথে যাকাত ক্যালকুলেটর দেওয়া হল তাই আমি নিচে সবকিছু বিস্তারিত ভাবে যতটুক সম্ভব আলোচনা করব।
দ্বিতীয় প্রকার হলো
রুপো কিংবা স্বর্ণ যে কোন রূপে বা আকারে যে কোনো উদ্দেশ্যে আপনার মালিকানায় থাকুক যেমন অলংকার হিসেবে অথবা বাণিজ্যিক অথবা কারো কাছে আমানত অর্থাৎ বন্ধক রাখা স্বর্ণ যেকোনোভাবে আপনার মালিকানায় থাকলেই এর উপর যাকাত আসবে।
স্বর্ণের যাকাত ফরজ হবে যদি শুধু স্বর্ণ সাড়ে সাত তোলা অথবা ৮৭.৪৫ গ্রাম বা এর বেশি থাকে রূপের যাকাত ফরজ হবে যদি শুধু সাড়ে ৫২ তোলা বা ৬১২.৩৫ গ্রাম বা এর বেশি থাকে তখন স্বর্ণ ও রৌপ্যের এর সরাসরি চল্লিশ ভাগের এক ভাগ অথবা মূল্যের চল্লিশ ভাগের এক ভাগ যাকাত হিসেবে আদায় করা ফরজ।
তৃতীয় প্রকার হলো টাকা
এটি কয়েকভাবে আমাদের কাছে থাকতে পারে যেমন মনে করেন নগদ টাকা অথবা কারো কাছে আমানত রাখা টাকা অথবা ভবিষ্যতের কোন উদ্দেশ্যে জমানো টাকা যেমন হজ বিয়ে সাদি ঘর নির্মাণের উদ্দেশ্যে জমানো টাকা অথবা ব্যাংকে জমানো টাকা বৈদেশিক মুদ্রা হলে তার মার্কেট মূল্য বীমা ইন্স্যুরেন্সের জমানো টাকা।
ধারের টাকা ফেরত পাওয়া সম্ভব আছে সম্ভাবনা আছে যেকোনো ফেরত যোগ্য টাকা যেমন অ্যাডভান্স সিকিউরিটি জামানত রাখা টাকা যার মূল্য বা বিকল্প আসবে মুদ্রা বা অংশীদারিত্ব চুক্তি তে যে পুঁজি বিনিয়োগ করা হয়।
তার মূল্য পুঁজি এবং মুনাফাসহ হালাল টাকা স্বর্ণ-রৌপ্য যদি উল্লেখিত পরিমাণ কম হয় তাহলে এর মূল্য নগদ টাকা হিসেবে ধরতে হবে। গাড়ি বাড়ি ভাড়া হারাম টাকা যাকাত আসে না কিন্তু হারাম টাকা সম্পূর্ণভাবে মূল মালিকের কাছে ফেরত দেওয়া জরুরি।
চতুর্থ প্রকার
পঞ্চম প্রকার হলো ব্যবসা
দোকানের মালামাল বিক্রয় উদ্দেশ্যে ক্রয় করা জমি গাড়ি গরু ছাগল উট যদি যদি নির্দিষ্ট সংখ্যক না হয়। পাখি তৈরি কোম্পানির শেয়ার মূল্য উপরোক্ত সব খাদে আপনার মালিকানার সকল সম্পদ যোগ করে যে টাকা হবে।
সেই টাকা থেকে আপনি বিয়োগ করবেন সকল প্রকার ভাড়া বিল যেমন বাড়ি-দোকান গুদাম বিদ্যুৎ গ্যাস পানি ইন্টারনেট বিল কর্মচারী বেতন আপনার ব্যবসায় প্রতিষ্ঠানের হোম অথবা বাড়িঘরের হোক বাকিতে ক্রয় কৃত পণ্যের মূল্য। বা যে কোন প্রকার বিগত বছরের অনাদায়ী যাকাতের পরিমাণ মোট সম্পত্তি থেকে a4 খাতের মোট টাকা বিয়োগ করে দেখতে হবে।
আপনার মালিকানায় মোট কত টাকা অবশিষ্ট আছে এরপর যাকাত দেওয়ার আগে আপনার নিসাব হিসাব করতে হবে
যাকাতের নেসাব দুই প্রকার
দরিদ্রবান্ধব নেসাব জনগণের সহায়তায় এগিয়ে আসার জন্য দু'টি পরিমাণের তুলনামূলক কম পরিমাণ সম্পর্কে যাকাতের নিসাব হিসেবে ধার্য করে যাকাত প্রদানের প্রদানে এগিয়ে আসা দরিদ্র সাড়ে বায়ান্ন তোলা ৬১২.৩৫ গ্রাম রুপো যার বর্তমান বাজার মূল্য ১০০০ টাকা ভরি হলে ৫২.৫০০ টাকা হয়।
দ্বিতীয় হলো স্বার্থ বান্ধব নেসাব আছে সাড়ে ৭ তোলা বা ৮৭.৪৫ গ্রাম সোনার বর্তমান বাজার দর ৪৮ হাজার টাকা ভরি হলে 3 লক্ষ 60 হাজার টাকা হয়।
শরিয়াত আপনাকে স্বাধীনতা দিয়েছে দরিদ্রবান্ধব অথবা স্বার্থ বান্ধব নেসাব যেকোন একটি বেছে নেয়ার আর আর কোন নেসাব বেছে নিলে আপনার আখেরাত উজ্জ্বল হবে সেটা খুবই স্পষ্ট।
এবার দেখুন আপনার মোট সম্পদ উল্লিখিত দুটি নেসাবের কোন একটির পরিমাণ অথবা বেশি কিনা কোন একটির পরিমাণ অথবা বেশি হয়। এই পরিমাণ সম্পদ আপনার জরুরী প্রয়োজনের অতিরিক্ত হিসেবে 1 বছর পর্যন্ত আপনার কাছে তাহলে এই অতিরিক্ত সম্পদের চল্লিশ ভাগের এক ভাগ শতকরা আড়াই টাকা অথবা হাজারে 25 টাকা অথবা লাকে আড়াই হাজার টাকা।
কোরআনে বর্ণিত যাকাত বন্টনের সুনির্দিষ্ট আটটি খাদ্যের কোন একটিতে অথবা শক্তিতে বন্টন করে দেয়া আপনার উপর ফরজ
আজকে এ পর্যন্তই যাকাত ক্যালকুলেটার নিচে দেওয়া হলো যদি ভালো লাগে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন সবাই ভাল থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ।