জামিন পেলেন বাবর , কি হতে পারে জানা গেলো ?




জাতীয় : সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া হত্যা মামলায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরকে জামিন দিয়েছেন আদালত।


বুধবার (১১ সেপ্টেম্বর) আসামির আইনজীবীর আবেদনের পরিপ্রেক্ষিতে সিলেটের দ্রুত হাকিম আদালতে বিচারপতি স্বপন কুমার সরকার জামিনের আদেশ দেন।


ওই দিন আদালতে হাজির হন সিলেট সিটির সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী। মামলার অন্যতম আসামি বাবর ঢাকা কারাগারে থাকায় আদালতে হাজির হননি।


২০০৫ সালের ২৭ জানুয়ারি হবিগঞ্জ সদর উপজেলার বৈদ্যের বাজারে এক জনসভায় গ্রেনেড হামলায় সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া নিহত হন।


এ ঘটনায় তৎকালীন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর ও সিলেট সিটির সাবেক মেয়র আরিফুল হক চৌধুরীসহ বিএনপির একাধিক কেন্দ্রীয় নেতার বিরুদ্ধে মামলা হয়েছে।


সূত্রঃ আরটিভি নিউজ


জনপ্রিয় সাইট থেকে প্রকাশিত/প্রকাশিত খবর, তথ্য, ছবি, ফটোগ্রাফ, ডায়াগ্রাম, ভিডিও এবং অডিওর হুবহু কপি। তখন দায়িত্ব পড়ে সম্পাদকের ওপর। তবুও, যদি কোন অভিযোগ বা মতবিরোধ থাকে, দয়া করে আমাদের জানান এবং আমরা এটি সমাধান করার জন্য যথাসাধ্য চেষ্টা করব।

Post a Comment (0)
Previous Post Next Post