উপায় মোবাইল ব্যাংকিং

উপায় মোবাইল ব্যাংকিং


প্রিয় পাঠক আজকে আলোচনা করব উপায় মোবাইল ব্যাংকিং সেবা সম্পর্কে, আপনারা যারা উপায় একাউন্ট খুলে, উপায় মোবাইল ব্যাংকিং সেবা পেতে চান। তারা অবশ্যই দেখবেন এবং জানবেন উপায় মোবাইল ব্যাংকিং সেবা কিভাবে পাবেন। উপায় মোবাইল ব্যাংকিং সেবা কি কি আমি আপনাদের মাঝে উপায় মোবাইল ব্যাংকিং সেবা কত ধরনের আছে এসব বিষয়ের উপরে আলোচনা করব। 


আশা করি আপনারা উপায় মোবাইল ব্যাংকিং সেবা থেকে ভালো কিছু পাবেন, কেননা উপায় মোবাইল ব্যাংকিং সেবা অনেক প্রকার রয়েছে। তাই আপনারা যারা উপায় মোবাইল ব্যাংকিং সেবা পেতে চান অথবা উপায় মোবাইল ব্যাংকিং সেবা কিভাবে পাবেন, এসব এর বিস্তারিত জানেন না, তাদের আজকে আমি আমার এই পোষ্টের মাধ্যমে অর্থাৎ উপায় মোবাইল ব্যাংকিং পোস্টের মাধ্যমে জানাবো। তাহলে চলুন জেনে নেয়া যাক উপায় মোবাইল ব্যাংকিং সেবা সম্পর্কে। 


উপায় মোবাইল ব্যাংকিং এর নবযাত্রা


বাংলাদেশের বাজারে উপায় ইউপি এ ওয়াই একটি সম্পূর্ণ নতুন মোবাইল ব্যাংকিং সেবা, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক ইউসিবি এর সরকারি প্রতিষ্ঠান ইউনাইটেড ফিনটেক কোম্পানি লিমিটেড। এর একটি অর্থনৈতিক সেবা এই উপায়ে অর্থাৎ এটি মূলত ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক ইউসিবি একটি সেবা। 

উপায় মোবাইল ব্যাংকিং


একটি এর তার গ্রাহকদের দিয়েছিল যার নাম ছিল ইউ ক্যাশ, তবে বর্তমানে তাদের সেবা পেতে হলে ব্যবহার করতে হবে উপায়। বেসরকারি খাতের অন্যতম বৃহৎ একটি ডিজিটাল বাংলাদেশ ভিশন 2021 সালের 7 ই মার্চ যাত্রা শুরু করে। অন্যান্য মোবাইল ব্যাংকিং সেবা গুলোর মত সাধারণ সেবা দেওয়ার পাশাপাশি রয়েছে কিছু বিশেষ দিক। 

আরো পড়ুন

উপায় একাউন্ট খোলার নিয়ম কি

যেমন ট্রাফিক মামলার জরিমানা প্রদান, ভারতীয় ভিসা ফি প্রদান, এই পর্চার বিল প্রদান, সহ আরো নানা কিছু এছাড়া উপায় অ্যাপ লে-আউট ও বেশ সহজ ও স্বাবলম্বী। পূর্বের তুলনায় উপায় একাউন্ট খোলার নিয়ম এখন আরো সহজ হওয়ায় তাদের গ্রাহকের পরিমাণ বেড়ে চলেছে অনেক দ্রুত। 


আপনারা যারা উপায় একাউন্ট খুলতে চান তারা আরো কিছু তথ্য জেনে নিন তাহলে চলুন জেনে নেয়া যাক উপায় সম্পর্কে আরও কিছু বিস্তারিত আলোচনা। 


উপায় অ্যাপ ও ইউ এসএসডি


উপায় নামক নবগঠিত এই সেবাটি বাংলাদেশের যেকোনো প্রান্তের মানুষ উপভোগ করতে পারবেন।  মোবাইল অ্যাপ অথবা ইউএসএসডি এর মাধ্যমে, উপায় অ্যাপ নামাতে গুগল প্লে স্টোরে গিয়ে সার্চ করুন উপায়। এছাড়া যে কোনো মোবাইল থেকে ডায়াল করতে পারেন *268# নাম্বারে তাহলে আপনি উপায় পেয়ে যাবেন অথবা উপায় একাউন্ট পেয়ে যাবেন। 

উপায় মোবাইল ব্যাংকিং


উপায় মোবাইল ব্যাংকিং এর মূল সেবাসমূহ


উপায় অন্যান্য মোবাইল ব্যাংকিং সেবা গুলোর মতই সেন্ড মানি, মোবাইল রিচার্জ, ক্যাশ আউট, মেঘ পেমেন্ট, টেবিল অ্যাড মানি, ইত্যাদি সেবা দিয়ে থাকে। তার পাশাপাশি রিকোয়েস্ট মানি ও ফান্ড ট্রানস্ফার নামক কিছু বিশেষ সেবা রয়েছে, নিচে উপায় এর মূল সেবাগুলো নিয়ে আলোচনা করা হল।  আশা করি আপনারা উপায় এইসব সেবা সম্পর্কে জানার পরে ভালো করে উপায় মোবাইল ব্যাংকিং এর মূল সেবা। 

অ্যাপের সাহায্যে উপায় সেন্ড মানি


উপায় অ্যাপের সাহায্যে খুব সহজেই আপনি অন্যের একাউন্টে টাকা পাঠাতে পারবেন, টাকা পাঠাতে চাইলে অ্যাপের সেন্ড মানি অপশনে টাইপ করুন, অতঃপর কোন নাম্বারে টাকা পাঠাতে চান, তা নির্ধারণ করে। কত টাকা পাঠাবেন সেই অংশটি প্রবেশ করান, চাইলে অংকটির জন্য ক্যাশ আউট চার্জ ও পাঠিয়ে দিতে পারবেন। এরপর একটি রেফারেন্স যুক্ত করে নিজের পিনটি প্রবেশ করান, সবকিছু ঠিক থাকলে একটি স্লাইড করেই পাঠাতে পারবেন আপনার টাকা। 


ইউ এস এস ডির সাহায্যে

১/ 268 ডায়াল করুন 

২/ অপশন ১ নির্ধারণ করুন 

৩/ অ্যাকাউন্ট নম্বর করুন 

৪/ টাকার অংশ প্রবেশ করান 

৫/ রেফারেন্স লিখুন 

৬ /পিন প্রবেশ করিয়ে সেন্ড মানি নিশ্চিত করুন


উপায় অ্যাপের সাহায্যে মোবাইল রিচার্জ


উপায় অ্যাপের সাহায্যে আপনি যেকোনো মোবাইল নাম্বারে টাকা রিচার্জ করতে পারবেন, মোবাইল রিচার্জ অপশনে ট্যাপ করে প্রথমেই সিম কোম্পানি ঠিক করেনি নিতে হবে। এরপরে ঠিক করতে হবে আপনি পোস্ট-পেইড প্রিপেইড নাকি কিটো গ্রাহক, নির্বাচনের পর টাকা রং সঠিক করে দিনটির প্রবেশ করালে সকল তথ্য দেখতে পাবেন। 

উপায় মোবাইল ব্যাংকিং


অথবা একটি সাইট এর মাধ্যমে নিশ্চিত করুন মোবাইল রিচার্জ, তাহলে আপনি খুব সহজেই মোবাইল রিচার্জ করতে পারবেন। আপনাকে উপায় অ্যাপের মাধ্যমে মোবাইল রিচার্জ করতে হলে ডায়াল করতে হবে *268# তারপরে। 

অপশন 2 নির্ধারণ করতে হবে। 

তারপরে সিম অপারেটর নির্ধারণ করতে হবে। 

তারপরে প্রিপেইড নাকি পোস্ট-পেইড তা নির্ধারণ করুন। 

তারপর ফোন নাম্বার প্রবেশ করান টাকার পরিমাণ নির্ধারণ করুন। 

তারপর ক্রিম প্রবেশ করিয়ে মোবাইল রিচার্জ করুন খুব সহজেই উপায় অ্যাপের মাধ্যমে।


উপায় ক্যাশ আউট

উপায় এর একটি বিশেষ দিক হল এর ২মুখী ক্যাশ আউট সুবিধা, অধিকাংশ মোবাইল ব্যাংকিং সেবা ক্যাশ আউটের জন্য পুরোপুরি এজেন্ট নির্ভর, কিন্তু ইউসিবি ব্যাংক তাদের এটিএম বুথ থেকে টাকা উত্তোলনের সুযোগ রেখেছে। অর্থাৎ উপায়ের টাকা আপনি এজেন্ট ও এটিএম বুথ মাধ্যমে তুলতে পারবেন। 

আরো পড়ুন

গ্রাফিক্স ডিজাইন কি // গ্রাফিক্স ডিজাইন কোর্স

পপুলার ডায়াগনস্টিক সেন্টার ধানমন্ডি

ব্লগিং কি // ব্লগ থেকে কি ধরনের আয় হয়

ওয়েব ডিজাইন // ওয়েব ডিজাইন কি

উপায় এজেন্টের মাধ্যমে


উপায় এর দেশের মোবাইল ব্যাংকিং সেবা গুলোর মধ্যে কিছুটা কম ক্যাশ আউট চার্জ রাখছে। উপায় এজেন্টের মাধ্যমে ক্যাশ আউট করতে চাইলে সাধারণ ওয়ালেট থেকে 1.4 পার্সেন্ট হারে ক্যাশ আউট চার্জ প্রযোজ্য, অর্থাৎ হাজারে 14 টাকা। আশা করি আর কয়েক মাসের মধ্যেই প্রতিটি পাড়া-মহল্লায় উপায় এর এজেন্ট দেখা যাবে, এজেন্টের মাধ্যমে অ্যাপ ও ইউএসএসডির সাহায্যে ক্যাশ আউটের পন্থা নিচে বর্ণনা করা হল। 


উপায় অ্যাপের সাহায্যে


প্রথমেই উপায় অ্যাপটি চালু করুন, ক্যাশ আউট অপশনে টাইপ করে, এজেন্টের মাধ্যমে মোবাইল নাম্বারে প্রবেশ করান, সময় বাঁচাতে চাইলে এজেন্টের কিউআর কোড স্ক্যান করে নিতে পারবেন। এবার কত টাকা ক্যাশ আউট করতে চান সেই অংকটি প্রবেশ করান, সর্বনিম্ন 50 টাকা ও সর্বোচ্চ 25 হাজার টাকা ক্যাশ আউট করতে পারবেন। 


অতঃপর নিজের পিন নাম্বারটি প্রবেশ করান, এবং সকল তথ্য ঠিক থাকলে স্লাইড করে লেনদেন নিশ্চিত করুন। ক্যাশ আউট সফল হলে এজেন্টের কাছ থেকে টাকা বুঝে নিন। 

এক্ষেত্রে আপনাকে ইউএস এর সাহায্যে লেনদেন করতে হলে 268 ডায়াল করতে হবে। 

অপশন ৪ নির্ধারণ করুন, এরপর এজেন্ট থেকে টাকা তুলতে ১ চাপুন, এজেন্টের নাম্বার টি প্রবেশ করান, টাকার পরিমাণ লিখুন, প্রবেশ করিয়ে ক্যাশ আউট নিশ্চিত করুন। 


উপায় এটিএম বুথের মাধ্যমে


উপায় এর একটি অন্যতম সেবা হল, এটিএম বুথের সাহায্যে টাকা উত্তোলন, সবচেয়ে দারুণ ব্যাপার হলো, এটিএম এর ক্যাশ আউট চার্জ এজেন্ট থেকে টাকা উঠানোর চার্জ যেখানে হাজারে 14 টাকা, সেখানে এটিএম বুথে চার্জ দিতে হবে, হাজারে মাত্র 7.99 টাকা। তাই বড় আকারে ক্যাশ আউট করতে এটিএম সুবিধাজনক, তাহলে চলুন জানা যাক এটিএম বুথের মাধ্যমে টাকা উত্তোলনের প্রক্রিয়া। 


উপায় অ্যাপের সাহায্যে


স্বাভাবিক ভাবেই উপায় অ্যাপের ক্যাশ আউট সেকশনে টাইপ করলে, পরবর্তীতে ধাপে ফ্রম এটিএম নির্ধারণ করুন। এবার যত টাকা ক্যাশ আউট করতে চান সেই অংকটি প্রবেশ করান, নিজের পিন নাম্বার দিন, পিন নাম্বার দেওয়ার পরে আপনার ফোনে একটি ওটিপি আসবে, ওই ওটিপি 20 মিনিট অতিবাহিত হওয়ার আগে কার্যকর থাকবে। 

20 মিনিটের মধ্যে নিকটস্থ এটিএম বুথ থেকে এটির সাহায্যে টাকা উত্তোলন করুন, যদি এটিএম বুথ দূরে থাকে, তাহলে আগে ভুতে পৌঁছে এরপরে ও টিভির জন্য আবেদন করুন। 


উপায় মেক পেমেন্ট


দৈনন্দিন জীবনে অনেক ক্ষেত্রেই আমাদের হাতে নগদ টাকা থাকে না, বিব্রতকর অবস্থা থেকে মুক্তি পেতে, উপায় এর সাহায্যে সহজেই যেকোন মার্চেন্ট একাউন্টে মেঘ পেমেন্ট অর্থাৎ মূল্য পরিশোধ করতে পারবেন। ও ইউএসএসডি দুটি প্রক্রিয়ায় এ ক্ষেত্রে কার্যকরী, অ্যাপের সাহায্যে, উপায় অ্যাপ চালু করে মেঘ পেমেন্ট অপশনে ট্যাপ করুন। 


মার্চেন্ট মোবাইল নাম্বারটি প্রবেশ করান, অথবা কিউআর কোড স্ক্যান করে নিন, টাকার অংশে প্রবেশ করিয়ে নিচের পিন নাম্বারটি প্রবেশ করান, লেনদেনের সকল তথ্য সঠিক হলে স্লাইড করে লেনদেনটি নিশ্চিত করুন। 


অনলাইনে মেক পেমেন্ট


অনলাইনে কেনাকাটার সময়ও উপায় এর সাহায্যে মূল্য পরিশোধ করতে পারবেন, বর্তমান বাংলাদেশের বড় বড় সব কয়েকটি অনলাইনে শপিং এ সুবিধা রয়েছে। উপায় যে অনলাইনে পেমেন্ট করতে পারবেন, এক্ষেত্রে অনলাইন পেমেন্ট অপশন চালু করুন, নিজের প্রবেশ করিয়ে জিও বাটনে চাপ দিন, মেনু থেকে মার্চেন্ট টাইপ নির্বাচন করুন। মার্সেল সাইট থেকে পণ্য নিশ্চিত করুন, উপায় মূল্য পরিশোধের উৎস হিসেবে নির্ধারণ করুন। সমস্ত তথ্য যাচাই করে নিজের পিন প্রবেশ করিয়ে লেনদেন নিশ্চিত করুন। 


উপায় পে বিল


সাধারণত ক্রেডিট কার্ড থেকে মোবাইল ব্যাংকিং সেবা গুলো টাকা ভরা হয়, সেটাই স্বাভাবিক, কারণ মোবাইল ব্যাংকিং সেবা তুলনায় ক্রেডিট কার্ড অর্থভাণ্ডার কিন্তু অনেক সময় মীকরণটি উলটে যায়।  কারণ ক্রেডিট কার্ডের বিল সময়মতো পরিশোধ করতে না পারলে গুনতে হয় মোটা অংকের জরিমানা, তাই উপায় রেখেছে ক্রেডিট কার্ডের বিল পরিশোধের সুযোগ। 


উপায় অ্যাপের সাহায্যে ক্রেডিট কার্ডের বিল


ক্রেডিট কার্ডের বিল পরিশোধ করতে উপায় অ্যাপের হোম স্কিনে টেবিল অপশনে টাইপ করুন, এখান থেকে প্রয়োজনে বিদ্যুৎ, গ্যাস, পানি, ইন্টারনেট, টেলিফোন, এমনকি কেবল টিভির ও বিল দিতে পারবেন। অপশনটি নির্ধারণ করার পর কোন ব্যাংকের কার্ড তা নির্ধারণ করুন, এরপর ক্লায়েন্ট আইডি প্রবেশ করিয়ে কার্ড নাম্বার কত সংখ্যার তা ঠিক করুন। 


বিলের পরিমান টি লিখে নিজের পিন নাম্বার প্রবেশ করান, সবকিছু ঠিক থাকলে পরিশোধ করে ফেলুন, এছাড়া এর সাহায্যে গ্যাসের বিল দিতে চাইলে এর প্রেমেন্ট কার্ডটি আপনার নিকটস্থ এজেন্টের কাছে নিয়ে যান এজেন্ট রিসার্চ করে দিবে। 


উপায় অ্যাপের সাহায্যে অ্যাড মানি


উপায় এর সাহায্যে যেমন কার্ডের বিল প্রদান করা যায়, ঠিক তেমনি কার্ড থেকেও উপায়ে টাকা আনা যায়। অনেক সময় এই সুবিধাটি বেশ কাজে দেয়, কারণ অনেক ছোট খাটো অনলাইন শপিং পেইজেও কার্ড থেকে মূল্য পরিশোধের সুযোগ নেই। 


এছাড়াও হুটহাট দৈনন্দিন জীবনে কার্ডের মোবাইল ব্যাংকিং সেবা গুলোই বেশি কাজে আসে, এক্ষেত্রে কার্ড থেকে উপায় একাউন্টে টাকা আনতে, অ্যাড মানি অপশনে টাইপ করে, টাকার অংশটি লিখে গো বাটনে ক্লিক করলেই চারটি মাধ্যমের সাহায্যে টাকা এড এর উপায় দেখতে পাবেন। 


নির্ধারণ করুন, নতুন কার্ড একাউন্ট সুযোগ করতে কার্ড নাম্বার, এক্সপায়ারি ডেট সিভিভি নাম্বার, ও কার্ডের নাম প্রবেশ করাতে হবে। সংযুক্ত হলে প্রত্যেক লেনদেনের পূর্বে একটি ওটিপি পাবেন ওটিপি প্রবেশ করিয়ে টাকা একাউন্টে আনুন। 


এছাড়াও আপনার উপায় একাউন্টের সাথে যদি অন্য কোন অ্যাকাউন্ট, অথবা ক্রেডিট, অথবা ডেবিট কার্ড লিঙ্ক করা থাকে। তবে সেখান থেকে টাকা নিজের একাউন্টে আনতে পারবেন সহজেই, কিন্তু উপায় একাউন্ট অ্যাড মানি সেবাটি ইউএসডি এর সাহায্যে গ্রহণ করা হয় না। 


উপায় রিকোয়েস্ট মানি


উপায় এর আরেকটি সুবিধাজনক দিক হল, এর রিকোয়েস্ট মানি সেবাটি এর সাহায্যে আপনি সরাসরি অ্যাপ থেকেই পরিচিত কারো কাছে টাকার জন্য অনুরোধ করতে পারবেন। কারো কাছে সাহায্য চাইলে অথবা প্রাপ্য টাকা নিশ্চিত ভাবে বুঝে পেতে চাই এই অপশনটি ব্যবহার করা যেতে পারে। 


অনুরোধ সেবাটি ব্যবহার করতে রিকোয়েস্ট অপশনে যান টাকার অংশটি প্রবেশ করান, এবং রেফারেন্স সনে টাকা কোন টাকা চাইছেন তা উল্লেখ করতে পারেন। এবং নিজের নাম্বারটি প্রবেশ করান চাইলে অন্যের নাম্বার প্রবেশ করিয়ে অন্যের কাছে ও টাকা পৌঁছে দিতে পারেন, অতঃপর প্রবেশ করিয়ে অনুরোধটি নিশ্চিত করুন। 


ফ্রকের প্রক্ষিতে আপনার কাছে যদি কেউ টাকার জন্য অনুরোধ করে তবে উপায় অ্যাপ থেকে আপনি একটি নোটিফিকেশন পাবেন। নোটিফিকেশন টি টাইপ করে চাইলে আপনি অনুরোধটি গ্রহণ, অথবা বর্জন করতে পারবেন। 


গ্রহণ করলে রেফারেন্স হিসেবে কিছু লিখে দিন চাইলে ক্যাশ আউট চার্জ যুক্ত করে দিতে পারবেন।  অথবা নিজের পিন নাম্বার প্রবেশ করিয়ে স্লাইড করে লেনদেনটি নিশ্চিত করুন, উল্লেখ্য যে এই সেবাটি ও গ্রাহকরা শুধু উপায় অ্যাপর সাহায্য গ্রহণ করতে পারবে। 


বিশেষ মূল্য পরিশোধ


উপায় এর চুম্বক অংশ হচ্ছে এর বিশেষ কিছু মূল্য পরিশোধের ব্যবস্থা, যা অনেক মোবাইল ব্যাংকিং সেবায় দিয়ে থাকে না। এমন পাঁচটি বিশেষ মূল্য পরিশোধ সেবা রয়েছে উপায়, উপায় যার মাধ্যমে তিনটি সরাসরি খাতের সাথে জড়িয়ে ও বাকি দুটি অনুরোধের সাথে সম্পর্কিত। 


ট্রাফিক ফাইন 


রাস্তাঘাটে চলার সময় অনেকেই ট্রাফিক আইন ভঙ্গ করেন, আর তা যদি ট্রাফিক সার্জেন্টের চোখে পড়ে তবে তো অবশ্যই জরিমানা গুনতে হবে। কিন্তু উপায় এর সাহায্যে সহজেই জরিমানা প্রদান করে মামলা ভাঙ্গাতে পারবেন। 


উপায় অ্যাপের সাহায্যে 


ট্রাফিক আইনে মামলার জরিমানা প্রদান করতে, উপায় ট্রাফিক ফাইন সেকশনে ট্রাফিক কিসের আইডি অথবা নোটিশ প্রবেশ করান। এক্ষেত্রে টাকার পরিমাণ নির্ধারণ এর প্রয়োজন নেই, মামলা পূর্ব নির্ধারিত থাকবে, নিজের পিন নাম্বারটি প্রবেশ করান সকল তথ্যাবলী ঠিক থাকলে স্লাইড করে জরিমানা প্রদান করুন। 


ইন্ডিয়ান ভিসা


বাংলাদেশের বিদেশে গমনকারী এর মধ্যে ভারতে গমনকারী সংখ্যা বেশিরভাগ, এদেশের বিপুলসংখ্যক মানুষ জীবিকা, চিকিৎসা, অথবা ভ্রমণ করে থাকেন। অন্যান্য দেশের তুলনায় ভারতীয় ভিসা পাওয়া বাংলাদেশের জন্য বেশ সহজেই বলা চলে, সেই প্রক্রিয়া কে  আরও সহজ করতে, উপায় রয়েছে ইন্ডিয়ান ভিসা বিল দেওয়ার সুযোগ। 


ইন্ডিয়ান ভিসা সেন্টার নির্ধারণ করুন। সেন্টার নির্ধারণের পরে ফাইল ও পাসপোর্ট নং প্রবেশ করুন, এরপরে এপারমেন্ট এর দরুন ঠিক করে নিজের পিনটি প্রবেশ করান, স্লাইড করে লেনদেন সম্পন্ন করুন। 


মিনিস্ট্রি অফ লান্ড


আপনি উপায় অ্যাপের সাহায্যে জমি সংক্রান্ত কাজের বিলও দিতে পারেন। জমির দলিলের একটি অবিচ্ছেদ্য অংশ ই-পেপার। যেহেতু পুরো প্রক্রিয়াটি ইলেকট্রনিক করা হয়েছে, এখন অনেক কম সময় লাগবে। 


এই পদ্ধতির সাহায্যে, আপনি ইলেকট্রনিকভাবে বিল পরিশোধ করতে পারেন। ই-ক্রয়কারীর বিল পরিশোধ করতে উপায় অ্যাপে ভূমি মন্ত্রণালয় বিকল্পে ট্যাপ করুন। ই-ফর্ম অ্যাপ্লিকেশন আইডি লিখুন। অ্যাপ্লিকেশন আইডি প্রবেশ করার পরে, আপনি অ্যাপ্লিকেশন সম্পর্কিত সমস্ত তথ্য দেখতে পারেন। 


নাম, মোবাইল নম্বর, আবেদনের ধরন, অবস্থা এবং টাকার পরিমাণ চেক করুন। সবকিছু ঠিক থাকলে পিন প্রবেশ করে পরবর্তী ধাপে এগিয়ে যান এবং স্লাইড করে লেনদেন নিশ্চিত করুন। 


উপায় ডোনেশন


অনলাইনে টাকা আদান প্রদানের চল শুরু হওয়ার পর থেকেই অনেক প্রতিষ্ঠানই অনলাইনে অনুদান গ্রহণ করে থাকে। আর দশটি কাজের মতই দান করা হয়েছে সহজ, উপায়ে অ্যাপের ডোনেশন সেকশনে রয়েছে কিছু নির্ধারিত প্রতিষ্ঠানের দেশ এ প্রতিষ্ঠানগুলোতে দান করতে চাইলে, প্রয়োজন নেই নম্বর প্রবেশের। 


তবে উপায় থাকা এসব প্রতিষ্ঠানের সংখ্যা সময় প্রয়োজন অনুসারে বাংলাদেশের জনগণের মজলুম ফিলিস্তিনের সহায়তা করার আগ্রহের কারণে, অপ f3 দূতাবাসকে সেকশনের প্রথম স্থান হয়েছে। নির্বাচিত প্রতিষ্ঠানগুলোকে অনুদান দিতে সেখানে যান, প্রতিষ্ঠানটি নির্ধারণ করে নিজের নাম ইমেইল ও টাকার অংক প্রবেশ করেন। তাইলে সম্পর্কিত গোপনভাবে ও অনুদান দিতে পারবেন অতঃপর নিজের প্রবেশ করিয়ে অনুদান সম্পূর্ণ করুন। 


ডোনেশন সেকশন এ সুবিধাটি উপায় গ্রাহকের ইউএসডি সাহায্য করতে পারবেন না, তবে চাইলে নির্দিষ্ট প্রতিষ্ঠানের উপায় অ্যাকাউন্ট নাম্বার সরবরাহ করে, অবশ্যই সেন্ড মানি সাহায্যে অনুদান দিতে পারবেন।  এছাড়াও যাকাত দেওয়ার জন্য ব্যবহার করতে পারেন উপায় অ্যাপ ডোনেশন অপশন, এর পাশেই রয়েছে যাকাত অপশন, যেখান থেকে হুবহু ডোনেশন দেওয়ার প্রক্রিয়াতেই যাকাত দিতে পারবেন। 


উপায় মোবাইল ব্যাংকিং এর অন্যতম সেবাসমূহ


উপায় অ্যাপ এর প্রধান সেবাগুলোর পাশাপাশি রয়েছে আরও কিছু সেবা বর্তমানে অন্যান্য সেবা সমূহ হিসেবে রয়েছে ইসলামিক ফাউন্ডেশন। আপনাকে ব্যবসা সন্ধানে ইসলামের মাসআলা ইসলামী রীতিতে ব্যবসায় নিয়োগ যাকাত এবং ফেতরার সম্পর্কে অবগত হতে সাহায্য করবে। 


দুই যাকাত ক্যালকুলেটর কত টাকা যাকাত হয়, তা হিসাব করতে অনেকেই বেশ ঝামেলার সম্মুখীন হতে হয়, সেই ঝামেলা কাটাতে উপায় এতে রয়েছে। বেশ ভালো একটি পন্থা এই সেবাটি প্রয়োজনে গুগল প্লে স্টোর থেকে একটি আলাদা অ্যাপ নামীয় নিতে পারবেন। 


এতে আপনার সকল ক্যাশ টাকার পরিমাণ, স্বর্ণ, রৌপ্য, ব্যবসার টাকা অংশীদারি বাবার সম্পত্তি ইত্যাদি সম্পর্কে তথ্য প্রবেশ করিয়ে আপনার সর্বমোট যাকাতের পরিমাণ কতটুকু তা বের করতে পারবেন। 

৩ হেলথ উপায় রয়েছে স্বাস্থ্য সম্পর্কিত সেবা ও স্বাস্থ্য সম্পর্কিত ভিডিও দেখার ও ব্লক করার ব্যবস্থা, এছাড়াও আপনার নিকটস্থ ফার্মেসি হাসপাতাল ব্লাড ব্যাঙ্ক খুঁজে পাবেন। এখানে রয়েছে এম্বুলেন্স কল করার সুবিধাও, এবং সকলেরই পার্টনার হিসেবে রয়েছে উপায় গেমস বিনোদনের জন্য রয়েছে কিছু সাধারণ জ্ঞান। 

কোথায় আটকা পড়লে সময় কাটাতে যা আপনাকে সাহায্য করবে, পাস জ্ঞান থেকে অনেকেই এর সঙ্গে সময় কাটাতে বেশি পছন্দ করেন, তাদের কথা মাথায় রেখেই যেন কুইজ অপশন রয়েছে। উপায় অ্যাপটিতে এখানে দুই ধরনের ক্যুইজ খেলতে পারবেন, সাধারণ জ্ঞান ও বিষয় পাযল ভিত্তিক। 

6 নিউজ যারা স্টক মার্কেট সম্পর্কে খবর রাখতে পছন্দ করেন, তারা সহজে স্টার নিউজ অফ করে ইউসিবি এর সাইটে যেতে পারবেন। 


এছাড়াও এফবি তে রয়েছে উপায় এর সাহায্যে করা আপনার সমস্ত লেনদেনের বিস্তারিত থাকছে, মোট চারটি আলাদা ওয়ালেট ও কোন কোন ক্রেডিট কার্ড এবং অ্যাকাউন্ট লিঙ্ক করা আছে তা রিভিউ করার সুযোগ। উপায় অ্যাপ থেকে যাওয়া সকল নোটিফিকেশন ও সংরক্ষিত থাকে অ্যাপটিতে এছাড়াও স্বাবলম্বী তা নিঃসন্দেহে আনবে ব্যবহারকারীর হৃদয়। 


বর্তমানে মোবাইল ব্যাংকিং সেবার জগতে একদম নতুন এই উপায়ে অ্যাপ, আশা করি উপায় মোবাইল ব্যাংকিং সেবা টি গ্রাহকদের মন জয় করে নেবে। খুবই অল্প সময়ই নতুন হলেও আগের দশ লক্ষ গ্রাহককে নিখুঁতভাবে নিয়মিত সেবা দিচ্ছে, উপায় নতুন এই সেবাটি সাথে পরিচয় করিয়ে দিতে আজকের এই লেখা টি। 


আশা করি এই লেখাটির মাধ্যমে উপায় মোবাইল ব্যাংকিং সেবা সম্পর্কে বিস্তারিত ধারণা পেয়েছেন, তাই আপনারা যারা মোবাইল ব্যাংকিং সেবা পেতে চান আশা করব আপনারা উপায় মাধ্যমে মোবাইল ব্যাংকিং সেবা নিতে পারবেন। এই অ্যাপের মাধ্যমে আপনি আপনার জীবনের যেকোনো সমস্যা সমাধান করতে পারবেন, তাহলে আজকের মত বিস্তারিত আলোচনা এতোটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। 



Post a Comment (0)
Previous Post Next Post