‘তুফান’ কবে আসছে ওটিটিতে? জানা গেল মুক্তির তারিখ




‘তুফান’ মুক্তি পাচ্ছে ওটিটিতে, ১ সেপ্টেম্বর  ঘোষণাটি দেয় ওটিটি প্ল্যাটফর্ম চরকি ও হইচই। তারপর থেকে মন্তব্যকারীদের একটাই প্রশ্ন ‘কবে?’, ‘কবে আসছে তুফান?’ দর্শকের কাঙ্ক্ষিত উত্তরটি দিয়েছে চরকি ও হইচই কর্তৃপক্ষ। মঙ্গলবার জানানো হয়, আর মাত্র ৯ দিন অপেক্ষা করতে হবে দর্শকদের, অর্থাৎ ১৯ সেপ্টেম্বর থেকে চরকি ও হইচইতে দেখা যাবে ‘তুফান’।

প্রেক্ষাগৃহে সিনেমার টিকিট পাওয়া না পাওয়ার বিভ্রান্তি নিয়ে থাকতে হবে না দর্শকদের। যেকোনো জায়গা থেকে সুবিধাজনক সময়ে সিনেমাটি দেখা যাবে। যারা চরকি ও হইচই সাবস্ক্রাইবার, তারা সিনেমাটি দেখতে পাবেন মুক্তির সঙ্গে সঙ্গেই।
দেশ–বিদেশে ব্যাপক সফলতা পেয়েছে রায়হান রাফী পরিচালিত সিনেমা ‘তুফান’। দর্শকদের তুমুল আগ্রহের কারণেই এবার ওটিটিতে মুক্তি পাচ্ছে ‘তুফান’। সিনেমার দুটি গান উল্লেখযোগ্যভাবে ভালো লেগেছে দর্শক–শ্রোতাদের। যার একটি ‘লাগে উরাধুরা’ অন্যটি ‘দুষ্টু কোকিল’। আকাশের লেখা ও সুর করা ‘দুষ্টু কোকিল’ বাংলা সিনেমার গানে ভিউয়ের বিচারে গড়েছে নতুন রেকর্ড। দুটি ইউটিউব চ্যানেলে গানটির দর্শক ভিউ ২০ কোটি পার হয়ে গেছে।

ঈদুল আজহা উপলক্ষে ১৭ জুন দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পায় শাকিব খান অভিনীত ‘তুফান’। দেশের বাইরেও ‘তুফান’ তোলে এ সিনেমা। যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য, ফ্রান্স, বেলজিয়াম, সুইডেন, জার্মানি, নেদারল্যান্ডস, স্পেন, পর্তুগাল, আরব আমিরাত, বাহরাইন, কাতার, ওমানে, মালয়েশিয়া ও পশ্চিমবঙ্গের প্রেক্ষাগৃহে মুক্তি পায় ‘তুফান’।

প্রায় সব জায়গাতেই সিনেমাটিকে সফল করে তোলেন প্রবাসী বাঙালিরা।
পরিচালক রায়হান রাফী বেশ আগেই জানিয়েছেন ‘তুফান’ তার জন্য একটা স্বপ্নের প্রকল্প। তিনি আরও যোগ করেন, ‘তুফান সিনেমা নিয়ে আমরা অনেক পরিশ্রম করেছি। সেই পরিশ্রমের ফলও আমরা পেয়েছি আমাদের দর্শকদের মাধ্যমে। মুক্তির পর দেশে-বিদেশে তুফানকে ব্লকবাস্টার বানিয়েছেন আপনারাই। শাকিব ভাইয়ের সঙ্গে কাজ করে আমার অভিজ্ঞতার ঝুলিতে নতুন কিছু যোগ হয়েছে। দর্শক আরও একবার আমাদের ভালোবাসায় ভাসাবেন বলে আমার বিশ্বাস।’
হইচই থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে ‘তুফান’ মুক্তি নিয়ে বেশ রোমাঞ্চিত শাকিব খান নিজেই। শাকিব খানের ভাষ্যে, ‘তুফান নিয়ে আমরা প্রথম থেকেই খুব আশাবাদী ছিলাম যে এটা ব্যবসাসফল সিনেমা হবে। আমাদের দর্শক আমাদেরকে ভুল প্রমাণ করেননি। প্রেক্ষাগৃহে যাঁরা দেখতে পারেননি, তাঁদের জন্য সুখবর হলো ১৯ সেপ্টম্বর ওয়ার্ল্ড প্রিমিয়ার হবে তুফান। সেই সঙ্গে আমার দর্শকের আছে অনুরোধ থাকবে কোনো রকম অসৎ পন্থায় সিনেমটি দেখবেন না। আশা করছি, দর্শক এবারও নিরাশ করবে না আমাদের।’

শাকিব খানের সঙ্গে জুটি বেঁধে দীর্ঘদিন পর সিনেমায় ফিরেছেন গুণী অভিনেত্রী মাসুমা রহমান নাবিলা। সিনেমা মুক্তির পর থেকে প্রসংশায় ভাসছেন তিনি। নাবিলাও বেশ আনন্দিত ‘তুফান’-এর ওটিটি অভিষেক নিয়ে। তিনি বলেন, ‘তুফান মুক্তির পর থেকে দর্শক আমাকে যে পরিমাণ ভালোবাসা দিয়েছে, তাতে আমি কৃতজ্ঞ ও উচ্ছ্বসিত। তুফান এখন মুক্তি পেতে যাচ্ছে হইচই-তে। দর্শক পৃথিবীর যেকোনো প্রান্ত থেকে আমাদের সিনেমাটা দেখতে পারবে। অপেক্ষা এখন ১৯ সেপ্টেম্বরের।’


Post a Comment (0)
Previous Post Next Post