‘তুফান’ মুক্তি পাচ্ছে ওটিটিতে, ১ সেপ্টেম্বর ঘোষণাটি দেয় ওটিটি প্ল্যাটফর্ম চরকি ও হইচই। তারপর থেকে মন্তব্যকারীদের একটাই প্রশ্ন ‘কবে?’, ‘কবে আসছে তুফান?’ দর্শকের কাঙ্ক্ষিত উত্তরটি দিয়েছে চরকি ও হইচই কর্তৃপক্ষ। মঙ্গলবার জানানো হয়, আর মাত্র ৯ দিন অপেক্ষা করতে হবে দর্শকদের, অর্থাৎ ১৯ সেপ্টেম্বর থেকে চরকি ও হইচইতে দেখা যাবে ‘তুফান’।
ঈদুল আজহা উপলক্ষে ১৭ জুন দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পায় শাকিব খান অভিনীত ‘তুফান’। দেশের বাইরেও ‘তুফান’ তোলে এ সিনেমা। যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য, ফ্রান্স, বেলজিয়াম, সুইডেন, জার্মানি, নেদারল্যান্ডস, স্পেন, পর্তুগাল, আরব আমিরাত, বাহরাইন, কাতার, ওমানে, মালয়েশিয়া ও পশ্চিমবঙ্গের প্রেক্ষাগৃহে মুক্তি পায় ‘তুফান’।
শাকিব খানের সঙ্গে জুটি বেঁধে দীর্ঘদিন পর সিনেমায় ফিরেছেন গুণী অভিনেত্রী মাসুমা রহমান নাবিলা। সিনেমা মুক্তির পর থেকে প্রসংশায় ভাসছেন তিনি। নাবিলাও বেশ আনন্দিত ‘তুফান’-এর ওটিটি অভিষেক নিয়ে। তিনি বলেন, ‘তুফান মুক্তির পর থেকে দর্শক আমাকে যে পরিমাণ ভালোবাসা দিয়েছে, তাতে আমি কৃতজ্ঞ ও উচ্ছ্বসিত। তুফান এখন মুক্তি পেতে যাচ্ছে হইচই-তে। দর্শক পৃথিবীর যেকোনো প্রান্ত থেকে আমাদের সিনেমাটা দেখতে পারবে। অপেক্ষা এখন ১৯ সেপ্টেম্বরের।’