আপনারা যারা মোবাইল ফোন কিনতে চান তারা হয়তো লো বাজেটের মধ্যে অনেক মোবাইল দেখতে চান। কোন ফোনটি আপনার বাজেটের আওতায় আসতে পারে আমি আপনাদের আজকে আমার এই আর্টিকেলে কয়েকটি ফোনের নাম বলে দেব।
এই ফোনগুলো আপনি খুব সহজেই আপনার বাজেটের মধ্যে কিনে নিতে পারবেন, তাহলে চলুন আজকে আপনার 12000 টাকার মধ্যে কি কি ফোন পাওয়া যায় সেটি জেনে নেই। আপনারা চাইলে এখান থেকে ফোনগুলো কিনে নিতে পারেন, তাহলে চলুন আর বেশি কথা না বাড়িয়ে আজকের শুরু করা যাক কোনগুলো ভালো এবং নেওয়ার মতো হবে।
12 হাজার টাকার মোবাইল vivo
আমরা প্রথমেই যে মোবাইলটি নিয়ে আলোচনা করব সেটি হল vivo ফোন সম্পর্কে তাহলে চলুন দেখে নেয়া যাক, ভিভো 12 হাজার টাকার মধ্যে কোন ফোন দিছে।
ভিভো y16 লেটেস্ট এই ফোনটিতে 720 পিক্সেল, রেজিস্ট্রেশন সাপোর্ট ৬. ৫১ এইচডি প্লাস ডিসপ্লে যোগ করা হয়েছে। এই ডিসপ্লে আইপিএস এলসিডি প্যানেল দিয়ে তৈরি, এবং 2.5 ডি কার বোর্ড দিয়ে পোস্ট করা হয়েছে।
এই ফোনটি মাত্র 8.19 এম এম চওড়া এবং এর ওজন 183 গ্রাম, এই ফোনটিতে অ্যান্ড্রয়েড এর সঙ্গে ফান পেজ ও এস এ কাজ করে প্রসেসিংয়ের জন্য। এতে মিডিয়াটেক হেলিও p35 রান করে, এই ফোনটি 4g রেম, এর সঙ্গে দেওয়া হয়েছে 128gb ইন্টারনেট স্টোরিজ। এছাড়াও এই ফোনটিতে রয়েছে ফটোগ্রাফির জন্য ব্যাক প্যানেল রেয়ার ক্যামেরা সেটাপ 13 মেগাপিক্সেল।
প্রাইমারি এবং 2 মেগাপিক্সেলের রয়েছে একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এই ফোনে 5 মেগা পিক্সেল ক্যামেরা যোগ করা হয়েছে। এছাড়াও এই ফোনটিতে ব্যাটারি ব্যাকআপ এর জন্য রয়েছে 5000 অ্যাম্পিয়ার, তাই অনায়াসে এই ফোনটি আপনি নিতে পারেন, কেননা 12 হাজার টাকার মধ্যে এটি খুব ভালো একটি মোবাইল ফোন হতে পারে।
12 হাজার টাকার মোবাইল oppo
আপনারা যারা এছাড়া অন্য কোম্পানির মোবাইল ফোন নিতে চান তারা চাইলে oppo কোম্পানির মোবাইল ফোন নিতে পারেন। এখানে আমি ওপর দুই ধরনের দুটি সেটের দাম বলবো আপনারা চাইলে এখান থেকে যে কোন একটি নিতে পারেন।
প্রথম যেই মডেলের ফোনটি নিয়ে আলোচনা করব সেটির দাম পড়বে 12500 টাকা, আপনারা চাইলে ফোনটি নিতে পারেন। এই ফোনের মডেল অপ a71, ওজন 1.60গ্রাম, 2gb রম,রাম 16gb, ডিসপ্লে 5.7 ইঞ্চি, ক্যামেরা এমবি 5mb প্রসেসর এবং এর ব্যাটারি ব্যাকআপ 3000 এম্পিয়ার।
দ্বিতীয়তঃ যে ফোনটা নিয়ে আলোচনা করবো এটির দাম মূলত একটু কম এটির দাম পড়বে 11 হাজার 990 টাকা অপ 5gb 3gb, ব্যাটারি ব্যাকআপ 20030 এম্পিয়ার, ৪ রম 32gb ,ক্যামেরা 13 ক্লাস 8 প্রসেসর 2.3 গ্রাম ওজন ডিসপ্লে 6 ইঞ্চি।
12 হাজার টাকার মোবাইল redmi
আমরা প্রথমে যে ফোনটি নিয়ে আলোচনা করব এই ফোনটি রিয়েলমি মডেলের সিক্স পয়েন্ট 50 ইঞ্চি ডিসপ্লে দেওয়া হয়েছে। এর রেজুলেশন 1000 গুন 2400 এছাড়াও রয়েছে 4 জিবি রম এবং 64gb রম ব্যাকআপ এর জন্য রয়েছে ৪৩০০। ছাড়াও এই ফোনটিতে রয়েছে চারটি ক্যামেরা 48 এমবি এমবি 2এমবি 2এমবি 16 মেগাপিক্সেল রেলমি দাম পড়বে ১১,৯৯৯ টাকা।