বাংলাদেশের সবচেয়ে ভালো মোবাইল কোনটি এ বিষয়ে যারা জানতে চেয়েছেন তাদের জন্য এই আর্টিকেলটি। যুগের পরিবর্তনের সাথে স্মার্টফোনের চাহিদা দিন দিন বেড়েই চলেছে । তবে, এই স্মার্টফোনের বাজার সর্বদাই গতিশীল! নতুন স্মার্টফোন কেনার কথা ভাবছেন! জেনে নিন বাংলাদেশের ১০ টি সেরা স্মার্টফোন ব্র্যান্ড সম্পর্কে।
স্যামসাং (Samsung)
স্যামসাং বিশ্বের অন্যতম সেরা স্মার্টফোন ব্র্যান্ড, বাংলাদেশেও এই ব্র্যান্ডের স্মার্টফোনের চাহিদা অনেক বেশি । এই জনপ্রিয় ব্র্যান্ডটি ২০০৯ সাল থেকে স্মার্টফোন তৈরি করে, জনপ্রিয়তার শীর্ষে অবস্থান করছে এটি। এর গ্যালাক্সি সিরিজের নোটগুলো এখন বাজারে সবচেয়ে বেশি চলছে। বাংলাদেশের বাজারে ৬ দশমিক ৩ ইঞ্চি যুক্ত গ্যালাক্সি নোট ৮ এর দাম পড়বে ৯৪,৯০০ টাকা ।
সিম্ফনি (Symphony)
ক্রেতাদের ক্রয়ক্ষমতার মধ্যে থাকায় প্রায় সব শ্রেনীর মানুষের কাছে সিম্ফনি ব্র্যান্ডের মোবাইল বেশ জনপ্রিয় । এই ব্র্যান্ডটি চীন থেকে ফোন আমদানি করে বাজারজাত করে থাকে । বাংলাদেশের বাজারে এই ব্র্যান্ডের স্মার্টফোনের দাম পড়বে ৫০০০ টাকা থেকে ১৫,০০০ টাকার মধ্যে।
হুওয়েই (Huawei)
চীনা ব্র্যান্ডের হলেও হুওয়েই বিশ্বের বৃহত্তম স্মার্টফোন ব্র্যান্ড, বিশ্বে ১৭০ টিরও বেশি দেশে এই ব্র্যান্ডটি তাদের স্মার্টফোন সেবা পৌছে দিচ্ছে । দারুন সব ফিচারের জন্য হুওয়েই ব্র্যান্ডের স্মার্টফোন সবার কাছে এখন দারুন জনপ্রিয় । এই ব্র্যান্ডের স্মার্টফোনের দাম পড়বে ৭০০০ টাকা থেকে ৬৭,০০০ টাকার মধ্যে।
ওয়ালটন (Walton)
বাংলাদেশী ব্র্যান্ড ওয়ালটন নিত্য নতুন সব ফিচার নিয়ে স্মার্টফোন প্রেমীদের কাছে সমান জনপ্রিয় । অত্যাধুনিক ফিচার সমৃদ্ধ Primo S6 এখন অন্যতম আকর্ষন। সেলফী পেমীদের জন্য এটি নিয়ে এসেছে ব্যাক সাইড ইল্যুমিনেটেড সেন্সর (BSI) যা আপনাকে দিবে অল্প আলোতে ভালো ছবি তোলার অভিজ্ঞতা ।
অপো (OPPO)
সেলফী প্রেমীদের কাছে ’সেলফী এক্সপার্ট’ হিসেবে খ্যাত মধ্যম বাজেটের মানুষদের কাছে অপো বাংলাদেশের জনপ্রিয় একটি ব্র্যান্ড। জনপ্রিয় এই ব্র্যান্ডের স্মার্টফোন পেয়ে যাবেন অপ্পোর যে কোন আউটলেটে বা চাইলে অনলাইনেও অর্ডার করতে পারেন । এর মধ্যে F3 ও F3 প্লাস নিয়ে এসেছে ডুয়াল সেলফি ক্যামেরা ।
অ্যাপল আইফোন (Apple iPhone)
প্রতিবছরই নতুন নতুন চমক নিয়ে বাজারে আসে অ্যাপল । প্রযুক্তির সেরা ফিচার দিয়ে তৈরী নামকরা প্রতিষ্ঠান অ্যাপল সম্প্রতি বাজারে নিয়ে এসেছে আইফোন ৮, ৮ প্লাস ও ১০ । বাংলাদেশে অ্যাপল আইফোন ৮ এর দাম ৯২,০০০ টাকা ও ৮ প্লাসের দাম ১,০৫,০০০ টাকা।
শাওমি (Xiaomi)
দেশের স্মার্টফোন বাজারে নতুন হলেও শাওমির জনপ্রিয়তা এখন তুঙ্গে! মি এ-১ নামে সম্প্রতি তাঁদের নতুন স্মার্টফোনে ব্যবহার করা হয়েছে গুগলের স্টক অ্যান্ড্রয়েড বা অ্যান্ড্রয়েড ওয়ান । সেবার মান ধরে রাখতে এই ব্র্যান্ডটি দিচ্ছে তাদের সকল স্মার্টফোনে ২ বছরের ওয়্যারেন্টি ।
উই (WE)
সাশ্রয়ী মুল্য আর আকর্ষনীয় ফিচারের জন্য উই ব্র্যান্ডের স্মার্টফোনও এখন ক্রেতাদের কাছে অনেক জনপ্রিয় । অফুরন্ত ক্লাউড স্টোরেজ আর মোবাইল ওয়াই ফাই হটস্পট সুবিধার জন্য এটি ক্রেতাদের পছন্দের তালিকায় অবস্থান করছে । দামও কম, পেয়ে যাবেন ৫০০০ টাকা থেকে ১৩০০০ টাকার মধ্যেই।
এলজি (LG)
২০১৭ সালে এলজি ব্র্যান্ড দেশে নিয়ে এসেছে অ্যান্ড্রয়েড চালিত ৪ টি নতুন স্মার্টফোন । ধরনভেদে এদের দামও ভিন্ন – কে-ফোর এর দাম পড়বে ১০,৪০০ টাকা, কে-এইট এর দাম ১৩,৯০০ টাকা, কে-টেন ১৭,৯০০ টাকা ও এলজি স্টাইলাস থ্রির দাম ২৪,৯০০ টাকা।
এইচটিসি (HTC)
তাইওয়ানের নির্মাতা প্রতিষ্ঠান এইচটিসি প্রথম দিকে একটি বেশী বাজেটে স্মার্টফোন তৈরী করলেও ক্রেতাদের সুবিধার্থে তারা বাজেটের মধ্যে স্মার্টফোন তৈরীর দিকে বেশী ঝুঁকছে । সম্প্রতি এম ১০ নামের নতুন একটি স্মার্টফোন তৈরীর ঘোষনা দিয়েছে এইচ টি সি।
কোন কোম্পানির মোবাইলের ক্যামেরা সবচেয়ে ভালো
কোন ফোনের ক্যামেরা সব থেকে ভালো এটি সম্পর্কে অনেকেই বিভিন্ন তথ্য খুঁজে থাকেন । আমরা আজকে ফোন সম্পর্কে অনেক তথ্য শেয়ার করেছি। এবার আপনাদের কিছু ফোনের লিস্ট দিবো যে মোবাইলের ক্যামেরা সবচেয়ে ভালো।
• অপ্পো রেনো ৭ প্রো
• ওয়ান প্লাস ৯ আরটি
• ওয়ান প্লাস নর্ড ২
• শাওমি ১১ প্রো(৫জি)
• স্যামসাং গ্যালাক্সি এম ৫২ (৫জি)
• অপ্পো রেনো ৭
• ভিবো ভি২৩ প্রো
• ভিবো ভি২৩
• শাওমি ১১ আই
• রিয়েলমি ৮ প্রো
• শাওমি রেডমি নোট ১০
• শাওমি রেডমি নোট ১০ এস
• রিয়েলমি ৮ আই
• স্যামসাং গ্যালাক্সি এম ৩২
• শাওমি রেডমি নোট ১১ টি (৫জি)
• শাওমি রেডমি ১০ প্রাইম
• অ্যাপল আইফোন ১১
• মটোরোলা মটো জি৭ পাওয়ার
আশা করি আপনারা কোন মোবাইলে নেট ভালো চলে কোন মোবাইলে চার্জ বেশি থাকে এবং কোন মোবাইলের ক্যামেরা সব থেকে ভালো এই সম্পর্কে সঠিক তথ্য পেয়ে গেছেন। তাছাড়া আপনারা নিজের অভিজ্ঞতা কমেন্টে আমাদের সাথে শেয়ার করতে পারবেন। আমাদের সাথে থাকার জন্য আপনাকে ধন্যবাদ ।
নেটের জন্য কোন মোবাইল ভালো
কোন মোবাইলে নেট ভালো চলে, বর্তমান ডিজিটাল যুগে আমরা সকলেই মোবাইল ফোন ব্যবহার করে থাকি। অতীতে শুধু কথা বলার কাজে মোবাইল ফোন ব্যবহার করা হয়।
কিন্তু এখন কথা বলা ছাড়াও বহু কেন ব্যবহার করা হয়। এই মোবাইল ফোন ব্যবহারের সাথে পাল্লা দিয়ে ইন্টারনেট ব্যবহার বেড়ে চলেছে। তাই আপনারা অনেকেই জানতে চান মোবাইলে নেট ভালো চলে।
বর্তমানে বাংলাদেশের পাঁচটি সিম কোম্পানি রয়েছে এগুলো হলো।
গ্রামীণফোন, রবি, বাংলালিংক, এয়ারটেল, ও টেলিটক। তবে এদের মধ্যো গ্রামীণফোনের নেটওয়ার্ক সবথেকে ভালো। তাছাড়া বর্তমানে সকল সিম ফোরজি সেবা'র আওতায় চলে এসেছে।
ফলে আপনি যেটা কিনবেন নিশ্চিত হয়ে নিন সেটা ফোরজি কিনা। তাছাড়া আপনি যদি টুজি থ্রিজি ব্যবহার করে থাকেন তাহলে দ্রুত সেটি ফোরজি সিম এ রূপান্তর করণ।
এবার আসুন মোবাইলের কথায়। সিমের মত মোবাইলও টুজি, থ্রিজি এবং ফোর জি হয়ে থাকে। তবে আশা করা যায় আগামী দুই বছরের মধ্যে বাংলাদেশে 5G মোবাইল ফোন চালু হবে।
যাইহোক মোবাইল ফোন কেনার সময় অবশ্যই ফোরজি বা ফাইভ- জি ফোন কিনবেন।না হলে আপনি যত দামি মোবাইল কিনেন না কেন নেট ভালো চলবে না। এবার আমরা আসি কোন ফোন কিনলে মোবাইল নেট ভালো চলে।
• অপ্পো রেনো ৭ প্রো
• ওয়ান প্লাস ৯ আরটি
• ওয়ান প্লাস নর্ড ২
• শাওমি ১১ প্রো(৫জি)
• স্যামসাং গ্যালাক্সি এম ৫২ (৫জি)
• অপ্পো রেনো ৭
• ভিবো ভি২৩ প্রো
• ভিবো ভি২৩
• শাওমি ১১ আই
• রিয়েলমি ৮ প্রো
• শাওমি রেডমি নোট ১০
• রেডমি নোট ১০ এস
• রিয়েলমি ৮ আই
• স্যামসাং গ্যালাক্সি এম ৩২
• শাওমি রেডমি নোট ১১ টি (৫জি)
• শাওমি রেডমি ১০ প্রাইম
• অ্যাপল আইফোন ১১
• মটোরোলা মটো জি৭ পাওয়ার
উপরের এই আলোচনা থেকে আমরা বলতে পারি শাওমি মোবাইলের নেট ভালো চলে। তবে আপনি ফোন কেনার আগে চেক করে নিবেন সেটি অফিসিয়াল ফোন কিনা।
তবে সিপিইউ ভালো এবং র্যাম বেশি এমন ফোনগুলো নেট চালানোর জন্য ভালোই। এই রকম ফোন কেনার জন্য আপনার বাজেট ১০ হাজারের উপরে রাখতে হবে। তাছাড়া আপনার ফোনটি অবশ্যই ৪জি বা ৫ জি হতে হবে। আশা করি আপনি কাঙ্খিত উত্তরটি পেয়েছেন।
সবচেয়ে বেশি চার্জ থাকে কোন বাটন মোবাইলে
কোন মোবাইলে চার্জ বেশি থাকে কোন ফোনে চার্জ বেশি থাকে এটি আপনারা প্রায়ই জানতে চান। তবে এক্ষেত্রে সবাই একটা ভুল করে থাকে। শুরু মাত্র ফোনের নাম জানলেই চলবে না।
আপনাকে ফোনের রক্ষণাবেক্ষণ-ও ঠিক মত করতে হবে। আমরা ফোনের চার্জ ১০০% হওয়ার পরেও ফোন চার্জ থেকে খুলে রাখি না৷ এতে করে আমাদের মোবাইলের ব্যাটারি ক্ষয় হয় এবং দীর্ঘদিন এমন না করলে মোবাইলে চার্জ বেশি থাকে।
তাছাড়া কিছু ফোন আছে যেগুলোর ব্যাটারির মান খুব ভালো। নিচে এদের তালিকা দেওয়া হলোঃ মটোরোলা মটো জি৭ পাওয়ার : অনেকেই হয়তো এই ফোনটির নাম শুনে থাকবেন। মটোরোলার এই ফোন একবার ফুল চার্জ দিলে প্রায় ২০ ঘন্টা ব্যাকআপ দিতে সক্ষম। এটির ব্যাটারির ধারণক্ষমতা ৫হাজার এমপিআর।
শাওমি মি ম্যাক্স ২ঃ শাওমি ফোনের বাজারে এক ধরণের রাজত্ব করছে। শাওমির এই মডেলের ফোন এক চার্জে চলে সাড়ে ১৭ ঘন্টা। এটার ব্যাটারির ধারণক্ষমতা হচ্ছে ৫৩০০ এমপিআর।
এলজি এক্স পাওয়ারঃ এলজির এই ফোনটি বাজারে একমাত্র ব্যাটারির জন্য জনপ্রিয়তা পেয়েছে। এলজি এক্স পাওয়ার একবার ফুল চার্জ হলে ১৫ ঘন্টা ১৮ মিনিট পর্যন্ত চলবে। এই ব্যাটারির ধারণ ক্ষমতা ৪১০০ এমপিআর।
মটোরোলা মটো ই৫ প্লাসঃ মটোরোলা মূলত তাদের সব ফোনে ব্যাটারির বিষয়টিকে খুব গুরুত্ব দিচ্ছে। তাই একবার চার্জে এই মডেলটি চলে ১৫ ঘন্টা ৮ মিনিট। এর ব্যাটারির ধারণক্ষমতা ৫ হাজার এমপিআর। ব্লু স্টুডিও এনার্জি ঃ ব্লু স্টুডিও র এই ফোনটি দেখতে খুবই সুন্দর এবং একবার চার্জ ১৫
আসুস আরওজিঃ আসুস কোম্পানি মূলত ভালো মানের ল্যাপটপের জন্য বেশি পরিচিত। তবে তাদের আরওজি ফোন একবার চার্জে চলে ১৪ ঘন্টা ১১ মিনিট। এর ব্যাটারির ধারণক্ষমতা ৬ হাজার এমপিআর।
আমাদের লিষ্টে থাকা ফোনের মধ্যে এটির ব্যাটারি ধারণক্ষমতা সব থেকে বেশি। মটোরোলা মটো জেড প্লে ড্রয়েডঃ আবারও মটোরোলা এর আরেকটি মডেল চলে আসলো।
যা একবার চার্জে চলবে ১৩ ঘন্টা ৪৩ মিনিট। এর ব্যাটারির ধারণক্ষমতা ৩ হাজার ৫১০ এমপিআর। শাওমি রেডমি ৩ এসঃ শাওমির সুন্দর এই ফোনটি একবার চার্জে চলে ১৩ ঘন্টা ৪০ মিনিট। এর ব্যাটারির ধারণক্ষমতা ৪ হাজার এমপিআর।
অ্যাপল আইফোন ১১ঃ এই ফোন চিনেন না এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না। বিশেষ অ্যাপল আইফোন ১১ঃএই ফোন চিনেন না এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না।
বিশেষ করে যারা কনটেন্ট ক্রিকেটর তাদের কাছে এটি ব্যাপক জনপ্রিয়। এটা একবার চার্জে চলে ১৩ ঘন্টা ৩০ মিনিট। এর ব্যাটারির ধারণক্ষমতা ৩,১১০ এমপিআর।
ভালো এন্ড্রয়েড মোবাইল
বর্তমানে বিশ্বে অসংখ্য ব্র্যান্ডের স্মার্টফোন রয়েছে, তবে অনেকেরই এটা জানে না যে কোন মোবাইল সবচেয়ে ভালো এবং আমাদের কোন স্মার্টফোন গুলো ব্যবহার করা উচিত।
কারণ মোবাইল ফোন সময়ের সাথে উন্নত করা হয়, আবার অনেক সময় কিছু মোবাইল ফোন কোম্পানি পিছিয়ে পড়ে বিশেষ করে তাদের প্রোডাক্ট এর মান উন্নত না হওয়ার কারণ।
আবার কিছু ক্ষেত্রে এমন হয়েছে কিছু মোবাইল কোম্পানি একসময় মার্কেটের টপ ছিল, কিন্তু অন্য কোন মোবাইল কোম্পানি তার থেকেও ভালো সুযোগ-সুবিধা এবং বেশি ফিচার যুক্ত মোবাইল নিয়ে মার্কেটে এসেছে। স্বাভাবিক ভাবেই তখন মানুষ নতুন মোবাইল কোম্পানির দেয়া বেশি সুযোগ সুবিধা যুক্ত ব্যবহার করতে শুরু করবে।
এটা স্পষ্ট ভাবে বোঝা যায় যে সময়ের সাথে সাথে মোবাইল কোম্পানিগুলো তাদের বিভিন্ন রকম পরিবর্তন আনে অনেকেই উন্নত করে আবার অনেকে একরকম অবস্থায় থাকার কারণে পিছিয়ে পড়ে।
আমাদের জানা প্রয়োজন বর্তমান সময়ে অর্থাৎ, কোন মোবাইল সবচেয়ে ভালো। অনেকেই ভালো মোবাইল সম্পর্কে জানে কিন্তু কম বাজেটের ভিতর কোন মোবাইল সবচেয়ে ভালো সেটা জানেনা।
কারণ ভালো মোবাইলের ব্র্যান্ড বা কোন মোবাইল এর মডেল গুলো ভালো সেটা বোঝে, কিন্তু অনেক সময় সেটা আমাদের বাজেটের আয়ত্তে না থাকলে কেনা সম্ভব হয়না। এজন্য আমাদের এমন কিছু মোবাইল সিলেক্ট করতে হবে সেগুলো আবার প্রাইস আমাদের আয়ত্বের মধ্যে।
• অপো ১৫
• রিয়েলমি ১২
• সিম্ফনি জেড৩৫
• ইনফিনিক্স হট ১০প্লে
• রিয়েলমি ১২
• শাওমি রেডমি নোট ১০
• শাওমি রেডমি নোট ১০ এস
• রিয়েলমি ৮ আই
• স্যামসাং গ্যালাক্সি এম ৩২
• শাওমি রেডমি নোট ১১ টি (৫জি)
• শাওমি রেডমি ১০ প্রাইম
• অ্যাপল আইফোন ১১
• মটোরোলা মটো জি৭ পাওয়ার
পেপার আপনারা যারা বাংলাদেশের সবচেয়ে ভালো মোবাইল কোনটি এ বিশ্বের উপরে জানতে চেয়েছেন।
আমি এই আর্টিকেলে মাধ্যমে সবকিছু তুলে ধরার চেষ্টা করেছি আশা করব আমার এই আর্টিকেলটি আপনাদের অবশ্যই ভালো লেগেছে।
তাই এরকম আরো ভালো কোন বিষয়ের উপরে জানতে চাইলে আমার এই সাইটটি ভিজিট করে রাখুন আজকের মতন এতোটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।